আবার দূষণের শীর্ষে ঢাকার বায়ু
রাজধানীসহ দেশের বেশির ভাগ স্থানের তাপমাত্রা কমে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান আবার খারাপ হতে শুরু করেছে।গতকাল সোমবার দিনের বেশির ভাগ সময় রাজধানীর বায়ুর মান ছিল খুবই অস্বাস্থ্যকর। বৈশ্বিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল রাত পৌনে আটটায় বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে ঢাকার বাতাস দূষণের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। ঢাকার পরেই ছিল ভারতের দিল্লি ও পাকিস্তানের করাচির স্থান। গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল রাজশাহীতে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বিস্তারিত
Posted by admin
on Jan 13 2020. Filed under News at Now, No Toxic.
You can follow any responses to this entry through the RSS 2.0.
You can leave a response or trackback to this entry