গাছ লাগানোয় ভুটানের বিশ্বরেকর্ড
গাছ লাগানোয় তিন বছর আগে ভারতের গড়া রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ভুটান। এক ঘণ্টায় ৪৯ হাজার ৬৭২টি গাছ লাগিয়েছে ভুটানের একশ’ স্বেচ্ছাসেবকের একটি দল ।
বিবিসি জানায়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ভুটানের এ অর্জনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে।
ভুটানে ৭৫ শতাংশ বনভূমি রয়েছে। দেশটির সরকার বরাবরই পরিবেশ সংরক্ষণকে অনেক বেশি গুরুত্ব দিয়ে আসছে।
গাছ লাগানো কর্মসূচির আয়োজক কারমা শেরিং বলেন “ বিশ্ব রেকর্ড করতে পেরে গোটা দেশ খুশি, এ ঘটনায় এটিই প্রমাণ হয় যে, আমাদের তরুণ প্রজন্ম একটি পরিস্কার ও সবুজ ভবিষ্যৎ চায়। এ প্রশ্নে আমরা কখনো আপোষ করব না।”
ভারত ও চীনের ঠিক মাঝখানে আছে ভুটান। দেশটি বহির্বিশ্বের প্রভাব থেকে নিজেদের সুরক্ষার চেষ্টা করে আসছে। মাত্র এক দশক আগে টেলিভিশন ও ইন্টারনেট সংযোগ চালু করেছে দেশটি।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুটানের গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করার বিষয়টি অনেক প্রশংসা পাচ্ছে।
শেরিং বলেন, “সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুক পরিবেশকে ভালোবাসেন এবং তার প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপই আমি ও অন্যান্য স্বেচ্ছাসেবকরা মিলে এ গাছ লাগানোর পরিকল্পনা করি।”
বিষয়টি আরো খোলাসা করে তিনি বলেন, “ওয়াংচুক এবছর ৬০ তম জন্মবার্ষিকী পালন করছেন। আমরা ভাবলাম তার সম্মানে এর জন্য সবচেয়ে ভাল উপহার গাছ লাগানো ছাড়া আর কি হতে পারে?”
স্বেচ্ছাসেবক দল এক সপ্তাহ ধরে দ্রুত গাছ লাগানোর বিভিন্ন কৌশলগুলো চর্চা করেছেন বলে জানিয়েছেন দলটির এক স্বেচ্ছাসেবক।
Collected: Bdnews24