তবে জাপানের এ লক্ষ্যমাত্রা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় কম। যুক্তরাষ্ট্র ২০২৫ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নির্গমন ২৮ শতাংশ এবং ইইউ গ্রিনহাউজ গ্যাস নির্গমন ২০৩০ সালের মধ্যে অন্তত ৪০ শতাংশ কমানোর প্রস্তাব করেছে।
বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড নির্গমনের দিক থেকে বিশ্বে পঞ্চম-বৃহত্তম দেশ হচ্ছে জাপান। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে, বিশেষ করে, ২০১১ সালে ফুকুশিমা পারমাণবিক প্রকল্পে বিপর্যয়ের ফলে বিদ্যুৎ উৎপাদনের জন্য রেকর্ড পরিমাণ কয়লা এবং গ্যাস ব্যবহারের কারণে গ্রিসহাউজ গ্যাস নির্গমন কমানোর আগের লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারেনি জাপান।
এখন দেশটি ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নির্গমন ২০০৫ সালের তুলনায় অন্তত ২০ শতাংশ কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কথা ভাবছে বলে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে কিয়োদো বার্তা সংস্থা।
Collected: bdnews24