জলবায়ু পরিবর্তন ঠেকানোর যুদ্ধে হারছে মানুষ?
জাপানের অন্যতম ব্যস্ত শহর টোকিও। চলতি বছরের আগ পর্যন্ত এ শহরের বার্ষিক গড় তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। অথচ এবারের গ্রীষ্মে লু হাওয়া বয়েছে টোকিওতে। প্রথমবারের মতো টোকিওর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে! শীতপ্রধান দেশগুলোতে এমন ঘাম ঝরানো গরম দেখা গেছে পুরো গ্রীষ্মেই। ধীরে ধীরে পৃথিবীজুড়ে আবহাওয়া চরম ভাবাপন্ন হয়ে উঠছে। তবে কি মানুষের যথেচ্ছাচারের জবাব দিতে শুরু করেছে প্রকৃতি? বিশেষজ্ঞদের উত্তর, হ্যাঁ।
২০১৮ সালে বিশ্বজুড়েই গরমের তীব্রতা বহুগুণে বেড়েছে। সিয়াটল থেকে সাইবেরিয়া, সর্বত্রই এই চিত্র দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রচণ্ড তাপে মোট ১৮টি দাবানল হয়েছে। এর মধ্যে একটিকে রাজ্যের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে সম্প্রতি এথেন্সে উপকূলীয় এলাকায় দাবানলে ৯১ জনের প্রাণহানি হয়েছে। জাপানে দাবদাহে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১২৫ জনের।