জলবায়ু পরিবর্তন রোধে ছাদ বাগান কি সহায়ক হতে পারে
ছাদ বাগানের মাধমে কার্বনডাইঅক্সাইডের পরিমাণ কমিয়ে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন রোধ করা সম্ভব বলে মনে করছে জুবায়ের ইবনে ফাহিম নামের ওই কিশোর।
ছাদ বাগান থেকে বিভিন্ন ফলমূল, শাকসবজি যেমন পাওয়া যাবে তেমনি প্রাপ্ত অক্সিজেন ও জলবায়ু পরিবর্তন রোধে ভুমিকা পালন করবে বলেই তার ধারণা।
ফাহিম হ্যালোকে বলে, “আমি যখন ক্লাস ফাইভে ছিলাম তখন ট্রি প্লান্টেসন প্যারাগ্রাফ পড়ে গাছের প্রতি একটা ভালোবাসা জন্ম নেয়।
সেখানে গাছের প্রয়োজনীয়তা আমাকে ভাবিয়ে তোলে। জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যেভাবে বেড়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আমাদের অনেক সমস্যায় পড়তে হবে।
এইসব চিন্তা করেই আমার গাছ লাগানো শুরু। শহরেতো তেমন গাছ লাগানোর জায়গা নেই তাই ছাদেই গাছ লাগিয়েছি।”
ফাহিমের ছাদ বাগানে মাল্টা, পেয়ারা, লেবু, জলপাই, টমেটো, মরিচ, পেঁপে, বেগুনসহ নানা শাক সবজি রয়েছে। সবাই উদ্যোগী হলে জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশ রক্ষায় এই বাগান বিশেষ ভুমিকা পালন করবে বলে জানায় ফাহিম।
বিস্তারিত জানতে