পলিথিন নিষিদ্ধের আইন কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবী
আজ আন্তর্জাতিক পলিথিন ব্যাগ মুক্ত দিবস। এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন -এসডো এবং পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশে পলিথিন নিষিদ্ধের আইন কার্যকর করার দাবীতে একটি দীর্ঘ মানব বন্ধনের আয়োজন করা হয়। মানব বন্ধনটি পলিথিন ব্যাগ ব্যাবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে একটি জন সচেতনতার সুযোগ সৃষ্টি করে। বিভিন্ন পরিবেশবাদী সংঘটনের সদস্যগন মানব বন্ধনে অংশ গ্রহন করে পলিথিন ব্যাগের উৎপাদন, ব্যবহার, বিপণন এবং এর অপ্রতুলতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলেন। তারা আরও বলেন, দেশে পলিথিন ব্যাগ ব্যবহার যদি এভাবে চলতে থাকে তবে আমাদের প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত হবে যার ফলশ্রুশিতে মাটি দূষণ, পানি দূষণ এবং পয়নিস্কাসন ব্যবস্থা ব্যাপকভাবে খতিগ্রস্থ হবে। কিন্তু হতাশার কথা এই যে, পলিথিন ব্যাগ ব্যাবহারের নিষেধাজ্ঞা থাকলেও এর কঠোর বাস্তবায়ন না থাকায় মানুষ এখনো যথেচ্ছভাবে পলিথিন ব্যবহার করছে।