বইছে আশ্বিনী দাবদাহ, বৃষ্টি কবে?
এপ্রিল থেকে জুলাই—চলতি বছরের টানা চারটি মাসই ছিল বৃষ্টিমুখর। এর আগে মার্চ-এপ্রিল মাসজুড়ে প্রায় প্রতিদিন ঢাকা, রাজশাহী, ময়মনসিংহের ওপর দিয়ে যায় কালবৈশাখী। কিন্তু মধ্য ভাদ্রে আকাশে সাদা মেঘ; বৃষ্টি যেন কোথায় হারিয়ে গেল! ভাদ্রের বিদায়ের পর আশ্বিন মাসে সাদা মেঘও নেই। উল্টো ভ্যাপসা গরম। আর দুদিন ধরে এই গরম রূপ নিয়েছে দাবদাহে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, আপাতত দুদিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য, গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার রাজধানী ঢাকাসহ সারা দেশের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ এর মাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা আজ ছিল ভোলায় ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।