বিপন্ন পঙ্খিরাজ
কলকারখানার বিষাক্ত বর্জ্য, ময়লা-আবর্জনা ফেলে ভরাটসহ প্রভাবশালীদের দখলের কারণে এক সময়ের খরস্রোতা সোনারগাঁর পঙ্খিরাজ খালটি অস্তিত্ব সংকটে পড়েছে। অথচ এ খালের তীরঘেঁষেই গড়ে উঠেছিল প্রাচীন বাংলার বিশ্বখ্যাত জনপদ পানাম নগরী। নগরীর ব্যবসা-বাণিজ্যের একমাত্র পানিপথ ও সুরক্ষা দেয়াল ছিল পঙ্খিরাজ।
একসময় সোনারগাঁ, আড়াইহাজার, রূপগঞ্জসহ অনেক গ্রামের মানুষের নৌকাযোগে চলাচল ও পণ্যসামগ্রী আনা-নেওয়ার একমাত্র ভরসা ছিল এটি। এ খালের পানি ব্যবহার করে চাষাবাদ করত সোনারগাঁর কৃষকরা। অথচ আজ দখলদারদের দৌরাত্ম্যে মৃতপ্রায় পঙ্খিরাজ।
বর্তমানে চৈতী কম্পোজিট নামের একটি কারখানার দূষিত বর্জ্য এ খাল দিয়ে নিষ্কাশন করা হয়। এতে খালের পানি নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। উপজেলার পৌরসভার মেনিখালী নদ ও পঙ্খিরাজ খালের সংযোগস্থলে গিয়ে দেখা যায়, এলাকার প্রভাবশালী দখলদাররা পঙ্খিরাজ খালের পশ্চিমপাশে বালু ভরাট ও পূর্বপাশে আরসিসি দেয়াল দিয়ে পানিপ্রবাহ প্রায় বন্ধ করে রেখেছে। দখলের কারণে সরু হয়ে যাওয়া খাল দিয়ে পানি সরতে না পারায় ১০ গ্রামে জলাবদ্ধতাসহ নৌচলাচল বন্ধ রয়েছে।
বিস্তারিতঃ http://www.kalerkantho.com/print-edition/priyo-desh/2018/09/02/675464