ভারত থেকে নেমে আসা পানিতে গর্জে উঠেছে তিস্তা
ভারত থেকে নেমে আসা পাানি গজলডোবায় বাঁধ দিয়ে তিস্তা নদীতে ছাড়ার কারণে আবার গর্জে উঠেছে তিস্তা নদী। উত্তরে ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিস্তার প্রবাহ বিপদসীমা ৫২ দশমিক ৬০ মিটার অতিক্রম করে ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
দিনের শেষ পরিমাপে সন্ধ্যা ৬টায় পানি উন্নয়ন বোর্ড তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হবার খবর জানালেও সন্ধ্যা সাড়ে ৬টায় তা বিপদসীমা অতিক্রম করে ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে বলে এলাকাবাসী ও নির্ভরযোগ্য সুত্র জানায়।
এদিকে তিস্তা নদীতে পানি বৃদ্ধির কারণে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলা ও লালমনিরহাট জেলার চরবেষ্টিত বিভিন্ন গ্রামে নদীর পানি প্রবেশ করতে শুরু করেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
Posted by admin
on Sep 11 2018. Filed under Bangla Page.
You can follow any responses to this entry through the RSS 2.0.
You can leave a response or trackback to this entry