ভারত থেকে নেমে আসা পানিতে গর্জে উঠেছে তিস্তা

ভারত থেকে নেমে আসা পাানি গজলডোবায় বাঁধ দিয়ে তিস্তা নদীতে ছাড়ার কারণে আবার গর্জে উঠেছে তিস্তা নদী। উত্তরে ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিস্তার প্রবাহ বিপদসীমা ৫২ দশমিক ৬০ মিটার অতিক্রম করে ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
দিনের শেষ পরিমাপে সন্ধ্যা ৬টায় পানি উন্নয়ন বোর্ড তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হবার খবর জানালেও সন্ধ্যা সাড়ে ৬টায় তা বিপদসীমা অতিক্রম করে ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে বলে এলাকাবাসী ও নির্ভরযোগ্য সুত্র জানায়।
এদিকে তিস্তা নদীতে পানি বৃদ্ধির কারণে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলা ও লালমনিরহাট জেলার চরবেষ্টিত বিভিন্ন গ্রামে নদীর পানি প্রবেশ করতে শুরু করেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।