মধ্যরাতে বদলে যায় হাকালুকি হাওর, দুর্ভোগে পর্যটকরা
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন এলাকায় এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি। নানা ব্যক্তি উদ্যোগে দিন দিন এ জিরো পয়েন্ট পর্যটন এলাকা গড়ে উঠেছে। পর্যটকদের বিনোদনের জন্য রাখা হয়েছে বিলাসবহুল প্রমোদতরীসহ নানা আধুনিক জলযান। মিনি কক্সবাজার খ্যাত এ হাকালুকি হাওর দেশের নানা এলাকায় পর্যটকদের মন জয় করেছে।
ঈদ, পূজা ছাড়াও বন্ধের দিনও পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠে জিরো পয়েন্ট। এ হাওরের অন্যতম আকর্ষণ ও সম্পদ হচ্ছে নানা প্রজাতির মাছ। কিন্তু স্থানীয় কিছু মাছ ব্যবসায়ীদের অপরিকল্পিত কর্মকাণ্ডে দূষিত হচ্ছে জিরো পয়েন্ট।
একাধিক পর্যটকরা ফোনের মাধ্যমে জানান ব্যবসায়ীরা নিজ স্বার্থে পর্যটন এলাকার পরিবেশ দূষিত করছে।
বিস্তারিতঃ http://www.bd-pratidin.com/chayer-desh/2018/08/29/356136