শীতে কাবু উত্তরের বিভিন্ন জেলার মানুষ
মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা বেড়েছে উত্তর জনপদের বেশ কয়েকটি জেলায়। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
তীব্র শীতে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত রোগবালাই। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
৪ দিন ধরে হাড় কাঁপানো শীতে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায়। উত্তরের হিমেল হাওয়ায় ঠাণ্ডার প্রকোপ আরো বাড়ছে। তীব্র শীত আর ঘন কুয়াশায় সীমাহীন দুর্ভোগে শ্রমজীবী এবং দরিদ্র্য মানুষ। বোরো আবাদের শুরুতেই ঘন কুয়াশায় বীজতলা তৈরী নিয়ে বিপাকে কৃষক।
প্রায় সব জেলাতেই শীতের তীব্রতায় দেখা দিয়েছে নিউমোনিয়া, শ্বাস-কষ্ট, আমাশয়, কোল্ড ডায়রিয়া, পেটের পীড়াসহ নানা রোগ। হাসপাতালে শিশু ও বয়স্ক রোগী সংখ্যা বাড়ায় গঠন করা হয়েছে মেডিকেল টিম।
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি। তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
মাঝারি শৈত্যপ্রবাহে কাবু রাজশাহী অঞ্চলের নিম্ন আয়ের মানুষ। কয়েকদিন ধরেই মেঘাচ্ছন্ন আকাশ। সূর্যের দেখা না মেলায় শীত অনুভূত হচ্ছে বেশি।
সংবাদ উৎস: চ্যানেল আই অনলাইন