সুন্দরবনের নদীতে বিষ দিয়ে মাছ ধরা
সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরার সময় দুজনকে আটক করা হয়েছে। গতকাল রবিবার ভোরে বিষসহ বনের শেলার খাল থেকে তাদের আটক করে বন বিভাগ। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা মো. শাহিন কবির এ খবর নিশ্চিত করেছেন।
আটকরা হলো মোংলা উপজেলার বৌদ্ধমারী গ্রামের সেকেন্দার ইসলামের ছেলে মহিদুল ইসলাম (২৫) ও মো. আসাদুলের ছেলে মো. সোহেল (২০)। তাদের নামে বন আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
শাহিন কবির জানান, বেশ কিছুদিন ধরে সুন্দরবনের বিভিন্ন নদ-নদী এবং খালে বিষ দিয়ে মাছ ধরার প্রবণতা লক্ষ করা গেছে। মোংলা বাজারের এক শ্রেণির অর্থলোভী মৎস্য ব্যবসায়ী দুর্বৃত্তদের হাতে বিষ দিয়ে এসব খালে মাছ শিকারে পাঠাচ্ছে। জেলে ও বড়শিয়াল নামধারী দুর্বৃত্তরা নদীতে ভাটার সময় বনের ভেতরের খাল ও জলাশয়ের গোড়ার দিকে জাল পেতে কাদামাটি দিয়ে ঢেকে রাখে। এরপর তারা পরিপূর্ণ জোয়ারে জালের ওপরের অংশ তুলে মাছ আটকে দেয়। মাছ আটকানো খালে তারা হিলডন রিপকর্ড ডাইমোক্রোনসহ নানা কম্পানির ভারতীয় কীটনাশক ছিটিয়ে দেয়। এতে নানা প্রজাতির মাছসহ জলজ প্রাণী মরে যায়। অতি সহজে মেরে ফেলা মাছ কুড়িয়ে এনে তা মোংলাসহ আশপাশের বাজারে বিক্রি করে। পরে মাছগুলো মোংলার আড়তদাররা কিনে তা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠায়। তিনি বলেন, ‘বিষ দিয়ে মাছ ধরা ব্যবসায়ীদের মধ্যে কারো কারো ক্ষমতাসীন রাজনৈতিক দলের পরিচয় থাকায় ধরা যাচ্ছে না।’
বিস্তারিতঃ http://www.kalerkantho.com/print-edition/priyo-desh/2018/09/03/675767