সড়কে চলে ময়লা বাছাইয়ের কাজ
একটু পরপর পরিচ্ছন্নতাকর্মীরা ভ্যানে করে ময়লা এনে ফেলছেন সড়কের ওপর। কয়েকজন সেসব ময়লা বাছাই করে প্যাকেট করছেন। প্যাকেট করা শেষে তা রাখা হচ্ছে ফুটপাতে। মূল সড়কে চলা এসব কর্মকাণ্ডের কারণে সেখানে লেগে যাচ্ছে যানজট।
গত বুধবার গ্রিনরোডে দেখা গেছে এ দৃশ্য। সড়কের ঠিক উল্টো পাশে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ভাগাড় সরানোর জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে গত দেড় বছরে তাঁরা বহু আবেদন করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।
গত বুধবার সড়কের ওই অংশে প্রায় দুই ঘণ্টা অবস্থান করে দেখা যায়, মূল সড়কের এক পাশের প্রায় অর্ধেক অংশজুড়ে ময়লা স্তূপ করে রাখা। সেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে ভ্যানগাড়ি। সড়কের বেশির ভাগ অংশ দখল হয়ে যাওয়ায় মাঝেমধ্যে সেখানে যানজট লেগে যাচ্ছে। লোকজন নাকে–মুখে রুমাল চেপে পথ অতিক্রম করছে।
সেখানে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা জানালেন, সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁরা ময়লা বাছাইয়ের কাজ করেন। বিকেল চারটার দিকে ময়লার গাড়ি আসে। গাড়িতে এসব ময়লা নেওয়া হয় মাতুয়াইলে।