শিশুদের খেলনায় বিষাক্ত কেমিক্যাল
বাংলাদেশের বাজারে শিশুদের বিভিন্ন ধরনের খেলনায় উচ্চমাত্রার ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল রয়েছে। এই বিষাক্ত রাসায়নিক অত্যাবশ্যক অঙ্গ প্রভাবিত, ক্যান্সার, কিডনি সংক্রমণ, ফুসফুসের ক্ষতি, হার্টের রোগ, শিশুদের মস্তিষ্কের বিকাশ ও স্বাভাবিক বৃদ্ধিতে বাধাসহ নানা রোগ সৃষ্টি করতে পারে।
সম্প্রতি বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট এ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এসডো) এক গবেষণায় এমন তথ্য প্রকাশ করেছে। গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশের ৯৭ শতাংশ খেলনায় অধিক পরিমাণ সীসা, ব্রোমিন,ক্যাডমিয়াম, ক্রোমিয়াম রয়েছে।
গবেষণায় দেখা যায়, খেলনাগুলোতে সীসা ৮৩০৫.৮ পিপিএম, ব্রোমিন ৩৯২৩ পিপিএম, ক্যাডমিয়াম ৪৯০.৫ পিপিএম, ক্রোমিয়াম ২৫০২.২ পিপিএম। যা ইউরোপীয় মাত্রার চেয়ে কয়েক হাজার গুণ বেশি।
উল্লেখ্য, ইউরোপীয় নির্দেশনা অনুযায়ী নিরাপদ মাত্রা হচ্ছে সীসা ৬৫.৫ পিপিএম, ব্রোমিন ৭৫ পিপিএম, ক্যাডমিয়াম ২০ পিপিএম, ক্রোমিয়াম ২৭.৫ পিপিএম।
প্রতিবেদনটিতে আরো বলা হয় বাংলাদেশে এ সংক্রান্ত আইন ও সচেতনতার অভাবে এসব বিষাক্ত খেলনা অবাধে আমদানি ও বিক্রি করা হচ্ছে, যা শিশুদের শরীরের অপুরণীয় ক্ষতি করে।
শুধুমাত্র স্থানীয় ব্রান্ড নয়, আন্তর্জাতিক ব্রান্ডের কিছু খেলনাতেও পাওয়া গেছে উল্লেখযোগ্য পরিমাণ সীসা এবং ক্রোমিয়াম। এসব রাসায়নিক কেমিক্যাল শিশুদের মস্তিষ্কের বিকাশ ও স্বাভাবিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে।
খোঁজ নিয়ে দেখা গেছে, অধিকাংশ বাবা-মা তাদের সন্তানের হাতে খেলনা তুলে দেয় এর ফলে শিশুটি কিছু না বুঝেই তা মুখে দেয়। ফলে অজান্তেই শরীরের ভেতরে এসব কেমিক্যাল প্রবেশ করে। এ বিষয়ে বাবা-মারাও সচেতন নয়।
এ বিষয়ে জানতে চাইলে মিরপুরের আতাউর রহমান বলেন, “আমি যেখানেই যাই আমার বাচ্চার জন্য খেলনা নিয়ে আসি এতো সব চিন্তা করিনা। একটা মাত্র সন্তান আমার তার যত না খেলনার প্রয়োজন তার চেয়ে বেশি দেই তাকে।” পাশে দাঁড়ানো সহকর্মী এ কথা শুনে কোনো দ্বিমত করলেন না; একই উত্তর দিলেন।
ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে যেসব খেলনা পাওয়া যায় তার বেশিরভাগই বিদেশি। রাজধানীর চক-বাজারে খেলনার আড়তগুলো সাজানো দেশি-বিদেশি খেলনায়। বিক্রেতারা জানেনও না কি ক্ষতি করে ওই সুন্দর খেলনাগুলো।
নিউ-মার্কেটের খেলনা বিক্রেতা সাদেকুল ইসলামের কাছে খেলনার ক্ষতিকর দিক জানতে চাইলে বলেন, “এটা আমার জানার বিষয় না; শুধু এটুকুই বলতে পারি বাচ্চারা খেলনা পছন্দ করে তাই রাখি, ক্ষতি হবে কি হবে না জানিনা।”
এ বিষয়ে জানতে চাইলে রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনিস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান শীর্ষ নিউজকে বলেন, “খেলনায় সীসা ও ক্রোমিয়াম আছে। এগুলো মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে শিশুদের জন্য তা ভয়াবহ।”
তিনি আরো বলেন, “বিদেশে সাধারণত বাচ্চাদের খেলার উপকরণ সমূহের একটা নির্দিষ্ট মানদণ্ড আছে কিন্তু বাংলাদেশের বেলায় উল্টো; কোনো নিয়ন্ত্রণ নেই।”
এসডোর চেয়ারপারসন সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, “বাংলাদেশে আইন ও সচেতনতার অভাবে বিষাক্ত খেলনার আমদানি ও বিক্রি অবাধে করা হচ্ছে যা মানবস্বাস্থ্য বিশেষ করে শিশুদের মারাত্মক ক্ষতি করছে। বাংলাদেশে এ ব্যাপারে সুষ্ঠ আইন প্রনয়ন ও জনসচেতনতা অত্যন্ত জরুরি।”
Collected:
http://www.sheershanews.com/
by ম. শাফিউল আল ইমরান