‘২০২০ সালে তাপদাহের এলাকা দ্বিগুণ হবে’
গ্রিনহাউজ গ্যাসের প্রভাবে ২০২০ সাল নাগাদ বিশ্বে উষ্ণতা প্রবণ এলাকার পরিমাণ বেড়ে দ্বিগুণ হবে বলে পূর্বাভাস দিয়েছে স্পেন ও জার্মানির একদল গবেষক।
তাপদাহ বাড়ার কারণে উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি আক্রান্ত হবে। ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য, পশ্চিম ইউরোপ, মধ্য এশিয়া এবং যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে।
পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইম্পেক্ট রিসার্চ-এর সদস্য ডিম কাউমু বলেন, “বর্তমান হারে নির্গত হওয়া গ্রিনহাউজ গ্যাস নিয়ন্ত্রণ না করলে অনেক এলাকায় অপেক্ষাকৃত শীতল গ্রীষ্মকালীন ঋতু ধীরে ধীরে উষ্ণায়নের দিকে যাবে।”
জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় বিশ্বের সরকারগুলোর সমন্বয়ে বায়ুমণ্ডলের উষ্ণায়ন নিয়ে কাজ করছে ইন্টারগভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)।
সংস্থাটির মতে, শিল্প-কারখানার জীবাশ্ম জালানি থেকে উৎপন্ন গ্যাস তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ। আর এর কারণে অতিবৃষ্টি, তাপদাহ, বন্যা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো ঘটনা ঘটে।
জাতিসংঘের প্রচেষ্টায় বিশ্বের প্রায় দুইশ’ দেশের সরকার প্রধানরা ২০১৫ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমানোর পক্ষে একমত হয়েছে। সে লক্ষ্যে শিল্প-কারখানার গুলোর কার্বন নির্গমনে নিয়ন্ত্রণেও একমত হয়েছে তারা। ইউরোপের শিল্পবিপ্লবের পর থেকে বিশ্বের তাপমাত্রা শূণ্য দশমিক আট ডিগ্রি বেড়ে গেছে।
Collected
Bdnews24.com