২০১৪ ‘হতে যাচ্ছে’ উষ্ণতম বছর
বৈশ্বিক উষ্ণায়নের ধারাবাহিকতায় ২০১৪ সাল স্মরণকালের ‘উষ্ণতম’ বছর হতে চলেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) একটি প্রাথমিক জরিপের তথ্যের ভিত্তিতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম দশ মাসে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা দীর্ঘমেয়াদী গড়ের চেয়ে দশমিক ৫৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী দুই মাস এই ধারা অব্যাহত থাকলে বার্ষিক গড় তাপমাত্রা ১৯৯৮, ২০০৫ ও ২০১০ সালের রেকর্ড ছাপিয়ে যাবে। এর আগে ২০১০ সালে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা ছিল দীর্ঘমেয়াদী গড়ের চেয়ে রেকর্ড দশমিক ৫৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। ডব্লিউএমওর মহাসচিব মাইকেল জেরাড বলছেন, ২০১৪ সালে এ পর্যন্ত পাওয়া তথ্য উষ্ণায়ন নিয়ে তাদের আগের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। “রেকর্ড ভাঙা তাপমাত্রার সাথে ভারি বৃষ্টি ও বন্যায় জনজীবন বিপর্যস্ত হচ্ছে, ঘটাচ্ছে প্রাণহানি। এ বছর উষ্ণায়নের সবচেয়ে অস্বাভাবিক ও আশঙ্কাজনক দিকটি হচ্ছে সাগর পৃষ্ঠের বিশাল এলাকাজুড়ে উষ্ণতা বৃদ্ধি, যা উত্তর গোলার্ধেও ঘটছে।” মাইকেল জেরাডের মতে, এই তথ্যউপাত্তের ভিত্তিতে প্রমাণিত হচ্ছে যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির গতি মোটেও কমেনি।
Collected: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Posted by
admin
on Jan 1 2015. Filed under
Bangla Page,
News at Now.
You can follow any responses to this entry through the
RSS 2.0.
You can leave a response or trackback to this entry