চীনের এক পঞ্চমাংশ মাটি দূষিত
চীনের প্রায় এক পঞ্চমাংশ মাটি শিল্পকারখানার বর্জ্যে দূষিত এবং তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা বেশ দূরূহ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রতিবেদনের মাটিতে মেশা ক্ষতিকারক পদর্থের মধ্যে ক্যাডমিয়াম, নিকেল ও আর্সেনিকের কথা উল্লেখ করা হয়।
চীনের মাটি দূষণ সম্পর্কে কয়েক বছর ধরে সরকার ও জনসাধারণের পক্ষ থেকে উদ্বেগ দেখানো হচ্ছে। কিন্তু দেশটিতে শিল্প উৎপাদন এবং কলকারখানার প্রসারের কারণে মাটির অপূরণীয় ক্ষতি হয়েই চলেছে।
পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে বলা হয়েছে, চীনের দুই তৃতীয়াংশ বা ৬৩ লাখ বর্গ কিলোমিটার ভূ-ভাগের মাটি নিয়ে গবেষণাটি চালানো হয়। মাটির দূষণ দূর করতে তেমন কোনো উপায়ের সুপারিশ করেনি পর্যবেক্ষক দল।
“দীর্ঘ দিনের শিল্পন্নোয়ন ও দূষণের কারণে কিছু এলাকার ভূমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
Collected:
Bd news 24.com