ফুলবাড়িয়ায় না েখেয় মৈমমািছ মারা যােচ্ছ !
ফুলবাড়ীয়া উপজেলায় যারা মৌমাছি পালন করে জীবিকানির্বাহ করে তারা পড়েছে বেকায়দায়। বছরের খরা মৌসুমে মৌমাছিরা মধু দিচ্ছে না। খাবার খুঁজতে গিয়ে হারিয়ে যাচ্ছে মাছি। সেই সাথে খাবার না পেয়ে মরে যাচ্ছে সেগুলো। মৌ চাষীরা জানান, বছরের খরা মৌসুমে গাছপালা ফুল-ফল পাতা মরে যায়। মৌমাছিরা মধু আহরণ করতে পারে না। যোগাতে পারে না খাবার। খাবার খুঁজতে খুঁজতে মাছিগুলো অনেক দূরে চলে যাওয়ার পর আর ফিরে আসতে পারে না। সেই সাথে খাবার না পেয়ে দিনের পর দিন কমছে মৌমাছির সংখ্যা। গাজীপুর জেলা থেকে আজিজ মৌমাছি নিয়ে এসেছে সন্তোষপুর রাবার বাগানে। তার রয়েছে দু’শতাধিক মৌমাছির বাক্স। ট্রাক দিয়ে মৌমাছিগুলো নিয়ে এসেছে শুধু মাছিরগুলোর খাবারের জন্য।