নতুন জীবন পেলো ১৮৩ বছর বয়সী ‘সবচেয়ে বয়স্ক কচ্ছপ’
১৮৩ বছরের বৃদ্ধ কচ্ছপ। যেন প্রায় মরতেই বসেছিলো। কিন্তু একজনের স্বাস্থ্যকর খাবারের তালিকা মেনে চলা শুরু করলো, আবার যেন জীবন ফিরে পেলো সে।
বয়সের ভারে দৃষ্টিশক্তি এবং ঘ্রানশক্তি দুটোই হারিয়েছিলো জোনাথন। সেন্ট হেলেনা আইল্যান্ডে বসবাসকারী এই কচ্ছপ শুধু পাতা, ডাল আর ময়লা খেয়েই জীবন বাঁচিয়েছিলো।
হঠাৎ আইল্যান্ডের পশু চিকিৎসক ড. জো হলিনসের নজরে আসে জোনাথন। তার জন্য আপেল, গাজর, শসা, কলা ও পেয়ারা দিয়ে উচ্চ ক্যালরিযুক্ত খাবারের ব্যবস্থা করে জো।
তারপরই আসতে থাকে পরিবর্তন। নতুন করে ওজন বাড়ে তার। এমনকি তার মুখের চারপাশও শক্ত হয়ে উঠে, যেটা দিয়ে সে ঘাস খেয়ে থাকে। আরো কর্মঠ হয়ে উঠে জোনাথন।
যখন সেন্ট হেলেনার গভর্নরের বাড়িতে জোনাথন আনা হয় তখন তার বয়স ৫০। সেই ১৮৮২ সালের কথা। ২০০৫ সালে অস্ট্রেলিয়ায় থাকা ১৭৫ বছর বয়সী কচ্ছপ হ্যারিয়ট মারা যাওয়ার পর জোনাথনই বিশ্বের সবচেয়ে বয়স্ক ভূমির প্রাণী।
নতুন খাবারের তালিকার ফলাফল দেখে জোয়ের দাবী, তার ডাবল সেঞ্চুরী করতে না পারার কোনো কারণই নেই। হয়তো তারও বেশি বাঁচতে পারে সে।
শরীরের পরিস্থিতি উন্নত না হলে বিলুপ্তপ্রায় বিরাটাকার কচ্ছপের সংখ্যা বাড়ানোর উদ্যোগ হিসেবে জোনাথনকে ভারত মহাসাগরের আরকিপেলাগোতে নিয়ে যাওয়াটা কঠিনই হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংবাদ উৎস: চ্যানেল আই অনলাইন