ভালোবাসা দিবসে নগর পরিস্কার করতে মেয়রের আহবান
নগরীর পরিচ্ছন্নতা কাজে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে অংশ নিলেন সাংবাদিক, অভিনয় শিল্পী ও এভারেস্টজয়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নগরীকে ভালোবেসে ভালোবাসা দিবসে এক ঘন্টা নগর পরিস্কার করার আহ্বান জানিয়েছেন মেয়র।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবাজার মোড় সংলগ্ন প্রত্যাশা ভাস্কর্যের সামনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র সাইদ খোকন। কর্মসূচিতে অংশ নিয়ে প্রত্যেকেই অঙ্গীকার করছেন ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র নগরের সব নাগরিককে মেয়রের ভুমিকা পালন করার আহ্বান জানিয়ে বলেন, আমি আশা করছি নগরীর প্রত্যেকটি মানুষ আগামী ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) নগর পরিচ্ছন্ন রাখতে এক ঘণ্টা সময় পরিচ্ছন্নতা কাজে ব্যয় করবেন।
সাঈদ খোকন বলেন, ঢাকা শহর পর্বতসমান সমস্যায় জর্জরিত। অনেকে মনে করে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়। কিন্ত তা ঠিক না। কেননা নিশাত মজুমদারের মতো বাঙ্গালী নারী এভারেস্ট জয় করে আমাদের শিখিয়েছেন, কোনো কিছুই অসম্ভব নয়।
মেয়র আরো বলেন, পুরনো ঐতিহ্যের ঢাকা শহরকে আবার পূর্বের মতো গড়ে তুলতে আমরা কার্যক্রম শুরু করেছি। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর ঘোষণা করেছি। আমরা ময়লা-আবর্জনাযুক্ত এই শহরকে যে কোনো মূল্যে পরিচ্ছন্ন এবং পরিপাটি শহর হিসেবে গড়ে তুলবো। সবাই তখন ঢাকা শহরকে সবাই উদাহরণ হিসেবে গ্রহণ করবে। আমরা ভাবনা জগতে পরিবর্তন আনতে চাই। রাজনীতিতে সুস্থতা চাই।
একই সঙ্গে তিনি ডিএসসিসির নিয়ম মেনে সন্ধ্যা ৭টার পর বাসাবাড়ির আবর্জনা ডাস্টবিনে ফেলার আহবান জানান।
এভারেস্টজয়ী বাংলাদেশের প্রথম নারী পর্বতারোহী নিশাত মজুদার বলেন, আমরা সবাই পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব এবং বাসযোগ্য নগরী চাই। চাইলেও আমরা নিজেরা বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্যে কাজ করি না। ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশন বিশেষ কার্যক্রম শুরু করেছে, নগরবাসীর দায়িত্ব ওই কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করা।
প্রত্যেক নগরবাসীকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানিয়ে নিশাত বলেন, আমরা আমাদের ঘরবাড়ি, আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখলে ধীরে ধীরে আমাদের শহর পরিচ্ছন্ন, পরিপাটি এবং বাসযোগ্যতা ফিরে পাবে। এভাবে কাজ করতে পারলে এক বছরের মধ্যে ঢাকা শহর পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে উঠবে।
মেয়র সাঈদ খোকনকে ‘নগর বাউল’ আখ্যায়িত করে অভিনেতা আরফান আহমেদ বলেন, মেয়র নগর বাউল সেজে ঢাকাবাসীকে পরিচ্ছন্ন শহর গড়ার আহবান জানাচ্ছে। আমরা সকলে মেয়রের ডাকে সাড়া দিয়ে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলে অবশ্যই ঢাকা শহর আবর্জনামুক্ত হবে।
টিভি অভিনেত্রী ও মডেল মৌনিতা খান ঈশানা বলেন, আমরা সবাই ঢাকা শহরে বাস করি। এই শহরকে আমাদেরই পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি ডিএসসিসির পরিচ্ছন্ন বছর ২০১৬ বাস্তবায়ন করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান।
নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ-এর সভাপতি এম. ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিতোষ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন (নৌ) রকিব উদ্দিনসহ অনেকে। পরে তারা প্রতিকী নগর পরিস্কারের কাজে অংশগ্রহণ করেন।
সংবাদ উৎস: চ্যানেল আই অনলাইন