বালু নদী ভয়াবহ দূষণ ছড়াচ্ছে ভাটিতেও
ঢাকার পাশ দিয়ে বয়ে চলা বালু নদী ভাটিতেও ভয়াবহ দূষণ ছড়াচ্ছে। এতে আক্রান্ত হচ্ছে নদী তীরবর্তী প্রত্যন্ত গ্রামের মানুষও। পাশাপাশি ভাঙনের কারণে নদীর তলদেশ ভরাট হয়ে কমে যাচ্ছে প্রবাহ।
দখল-দূষণ আর ভরাট হয়ে যাওয়ায় সংকটে ঢাকার বালু নদী। শিল্প কারখানার বর্জ্যে এ নদীর ভাটি এলাকাও দূষিত করছে। এতে সংকটে গাজীপুর জেলার পূবাইল ও কালীগঞ্জ উপজেলার নদী তীরবর্তী প্রত্যন্ত এলাকার মানুষও।
দূষিত পানি কোনো কাজেই ব্যবহার করতে পারছেন না তারা। বয়ে আনা পলি জমে এবং ভাঙনের কারণে ভরাট হয়ে গতি হারাচ্ছে নদী।
স্থানীয়দের সচেতন করে দূষণ সৃষ্টিকারী কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার কথা জানিয়েছেন গাজীপুরের কালিগঞ্জ নাগরী ইউনিয়ন পরিষদের সদস্য আশফিয়াক মোহাম্মদ খালিদ।
দূষণ নিয়ন্ত্রণ ছাড়াও পরিকল্পিতভাবে বেলাই বিল পর্যন্ত বালু নদীর পুরো অংশ খননের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।