রাজবাড়ীতে নতুন করে নদীভাঙন, প্রতিরোধে উদ্যোগ নেই
রাজবাড়ীর পদ্মা নদীতে আবারও ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে গোদার বাজার এলাকায় ৫০ মিটার ব্লক নদীতে চলে গেছে। এ ছাড়া আরও প্রায় ২০০ মিটার এলাকাজুড়ে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া আরও দুই জায়গায় ভাঙন শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে এই ভাঙন শুরু হয়। তবে নতুন করে শুরু হওয়া এই ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো।
ভাঙন তদারকির দায়িত্ব পালনকারী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী হাফিজুল ইসলাম বলেন, সম্প্রতি পদ্মা নদীতে খননকাজ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, খনন করার ফলে ঢালের নিচের ব্লক সরে গেছে। এতে নদীর পাড় ভেঙে যাচ্ছে। বুধবার ফরিদপুর প্রধান নির্বাহী প্রকৌশলী জায়গাটি পরিদর্শনে আসবেন।
পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার বলেন, ‘হঠাৎ করে ভাঙন দেখা দিয়েছে। খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে।’