নগর ভবন প্রাঙ্গণেই আবর্জনা
একযোগে ৭ হাজারের বেশি মানুষের অংশগ্রহণে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগর ভবনের সামনে সাড়ম্বরে এই স্বীকৃতিপ্রাপ্তি উদ্যাপনের খবর এখনো টাটকা। অথচ এই নগর ভবনের প্রাঙ্গণেই আবর্জনার স্তূপ, ঘোড়ার আস্তাবল—সব মিলিয়ে চিরচেনা আবর্জনাময় রাজধানীর প্রতিচ্ছবি। সেখানে কোনো পরিবর্তন নেই।
গতকাল বুধবার সিদ্দিক বাজার থেকে নগর ভবনে ট্রেড লাইসেন্স করতে এসেছেন আবদুর রাজ্জাক। নগরবাসীর মনের কথাই যেন বললেন তিনি, নগরীর রাস্তাঘাট পরিষ্কার না করে এই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কী দরকার ছিল! এ ধরনের রেকর্ডের চেয়ে বাস্তবে রাস্তাঘাট পরিচ্ছন্ন করা বেশি জরুরি। বর্জ্যের দুর্গন্ধ ও ধুলাবালির কারণে সড়কে চলাচল করাই দায়।