গুলশান-বনানী-বারিধারার বাতাসে ‘অতি বিপজ্জনক’ মাত্রার দূষণ
যেখানে ৫১ থেকে ১০০ স্কোর থাকলে বাতাসের মানকে গ্রহণযোগ্য ধরা হয়, সেখানে রাজধানীর তিন অভিজাত এলাকার স্কোর ৪০০
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও সবচেয়ে খারাপ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৮ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ২৮৭, যার অর্থ হচ্ছে এ শহরের বাতাসের মান ‘‘খুবই অস্বাস্থ্যকর’’ এবং এ অবস্থায় সবাই মারাত্মক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে পারে।
বাতাসের মানের সবচেয়ে খারাপ অবস্থা রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী ও বারিধারায়। বেলা ১২টায় একিউআই সূচকে উল্লেখিত এলাকাসহ সংশ্লিষ্ট এলাকার স্কোর ছিল ৪০০। অর্থাৎ, এসব এলাকার বাতাসের মান "অতি বিপজ্জনক"।
একই সময়ে রাজধানীর মোহাম্মদপুর, লালমাটিয়া ও সংশ্লিষ্ট এলাকার একিউআই স্কোর ছিল ১৫০, যা খুবই অস্বাস্থ্যকর।
উল্লেখ্য, একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
নেপালের কাঠমান্ডু ও ভারতের দিল্লি যথাক্রমে ১৯০ ও ১৮৮ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
বিস্তারিত
/