বুড়িগঙ্গার পাড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২১টি কারখানার বিভিন্ন সংযোগ বিচ্ছিন্ন
বুড়িগঙ্গা দূষণ চলে আসছে দীর্ঘদিন যাবৎ ধরে। গতকাল মঙ্গল অভিযান চালিয়ে বুড়িগঙ্গা পাড়ের ২১টি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। শ্যামপুর শিল্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অপরিশোধিত তরল বর্জ্যের কারণে বুড়িগঙ্গা দূষণের জন্য এই কারখানার বিভিন্ন সংযোগ বন্ধ ঘোষণা করা হয়। এসময় ৫টি কারখানাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক রুবিনা ফেরদৌসী এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর এর পরিচালক সোহরাব আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম এবং কাজী তামজিদ আহমেদসহ আরো অনেকে।
অভিযানের সময় অটবি ফার্নিচার, চাঁদনি টেক্সটাইল মিলসহ আরো ২১টি প্রতিষ্ঠানের তরল বর্জ্য পরিশোধনাগার না থাকায় এ সংযোগগেুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়াও যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলে রেখে বায়ু ও পরিবেশ দূষণের দায়ে আরো ৫টি কারখানাকে জরিমানা করা হয় ৫ লক্ষ টাকা। পরিবেশ অধিদপ্তর এ জরিমানা করে।
পরিচালক রুবিনা ফেরদৌসি জানান যে, এ পর্যন্ত এখানে ৩ দফা অভিযান পরিচালনা করা হয় আর তাতে প্রায় অর্ধশতাধিক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশ মোতাবেক পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ২২৩ কারখানার সবগুলোকেই দ্রুত বন্ধ করে দেওয়া হবে। এসময় তিনি বিশেষ হুঁশিয়ারি দিয়ে জানান, বুড়িগঙ্গার পারে ইটিপি ছাড়া কোন কারখানা চলতে দেওয়া হবে না।
পরিবেশ ও বায়ুদূষণ ঠেকাতে সরকার বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করেছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন স্থানে পরিচালনা করা হয়েছে বিভিন্ন অভিযান। অভিযান চালিয়ে বায়ু দূষণের জন্য দায়ি বৈধ ও অবৈধ অনেক ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বিস্তারিত জানতে
।